আনলক ওয়ানের দ্বিতীয় দিনেও রিষড়া বাদে উত্তরপাড়া থেকে বলাগড়, হুগলির সবকটি রুটে ফেরি চলাচল করছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2020 04:31 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনলক ওয়ানের দ্বিতীয় দিনেও হুগলিতে জলপথ পরিবহণের ছবিটা একইরকম। রিষড়া বাদে উত্তরপাড়া থেকে বলাগড়, হুগলির সবকটি রুটে ফেরি চলাচল করছে। উমপুনের তাণ্ডবে ভেঙে যায় রিষড়া জেটি। ডুবে যায় একটি ভেসেল ও তিনটি নৌকা। তাই রিষড়া-খড়দা ফেরি সার্ভিস এখনও বন্ধ।