জলপাইগুড়িতে আটকে নেচার স্টাডি ক্যাম্পের পড়ুয়া ও অভিভাবকরা, মুখ্যমন্ত্রীর নির্দেশে আশ্রয়ের ব্যবস্থা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে বাতিল দূর পাল্লার ট্রেন। জলপাইগুড়িতে আটকে নেচার স্টাডি ক্যাম্পের পড়ুয়া ও অভিভাবকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আশ্রয়ের ব্যবস্থা করল জেলা প্রশাসন ও ধূপগুড়ি পুরসভা।নেচার স্টাডি ক্যাম্পের পড়ুয়া ও অভিভাবক মিলিয়ে ১৩০ জন কলকাতা থেকে ডুয়ার্সের গরুবাথানে গিয়েছিলেন। এদের মধ্যে ৯৫ জনের মালবাজার স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠার কথা ছিল। বাকিদের ধূপগুড়ি স্টেশন থেকে ওঠার কথা ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ট্রেন বাতিল হওয়ায়, বিপদে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। জেলাশাসক অভিষেক তিওয়ারির কাছে ঘটনার কথা জানতে পেরে ধূপগুড়ি ধর্মশালায় ওই পড়ুয়া ও অভিভাবকদের থাকার ব্যবস্থা করেন ধূপগুড়ি পুরসভার উপ পুর প্রধান রাজেশ সিংহ।