Jukti Takko (২৭.১২.২০২৪) পর্ব ২ : ‘‘এ বঙ্গে নিরাপদ ও বঙ্গের জঙ্গি,রাজ্য হল আস্তানা, ভয় হল সঙ্গী।’’ ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: ‘‘এ বঙ্গে নিরাপদ ও বঙ্গের জঙ্গি,রাজ্য হল আস্তানা, ভয় হল সঙ্গী।’’
বক্তা- সায়ন্তন বসু, গৌতমমোহন চক্রবর্তী, শমীক ভট্টাচার্য, প্রবীর ঘোষাল, নন্দিনী মুখোপাধ্যায়, সুবোধ সরকার, দেবাশিস দাস।
আরও খবর...
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ। সূত্রের খবর, এখনও পর্যন্ত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের ইস্যু করা জন্মের শংসাপত্র মিলেছে সবচেয়ে বেশি। দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাছে জানতে চাওয়া হয়েছে, এখান থেকে ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছিল কি না। পঞ্চায়েতের তরফে দাবি করা হয়েছে, এখান থেকে এই ধরনের কোনও নথি ইস্যু করা হয়নি। বারাসাত পুুরসভা, বনগাঁ এবং কল্যাণীতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও আইপ্যাকের এক শীর্ষকর্তার নাম করে টাকা দাবি করে দুই পুরপ্রধানকে ফোন। কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে হাতেনাতে পাকড়াও ৩ অভিযুক্ত। হস্টেল যোগে নাম জড়াল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের। তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে দাবি করেছেন বিধায়ক নিখিলরঞ্জন দে।