Subodh Sarkar: কলকাতার কফি হাউসে কি লাদেনের ছেলে বসে কফি খাচ্ছে ? কেন এমন বললেন সুবোধ সরকার?
ABP Ananda
Updated at:
28 Dec 2024 10:48 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppJukti Takko: 'কলকাতায় কি কাল-পরশুর মধ্যে একটা ২৬/১১ হতে পারে? কলকাতার কফি হাউসে কি লাদেনের ছেলে বসে কফি খাচ্ছে আর প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীদের সাথে পরামর্শ করছে? কলকাতায় যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কি দাউদ এবং তার লোকেরা ঘুরে বেড়াচ্ছে? কলকাতা এত নিরাপদ জঙ্গিরা প্রকাশ্যে নিমপাতা বিক্রি করলেও কেউ জানবে না? গলিতে-গলিতে যারা ক্রিকেট খেলে, যারা এক্কা-দোক্কা খেলে তারা এক একটা মানববোমা। এই ধারণা পাল্টানোর সময় এসেছে। তবে এই ধারণা বোধহয় স্বয়ং নোয়াম চমস্কিও পাল্টাতে পারবেন না। আমি গর্বের সঙ্গে বলব যেভাবে উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কাজ হয়েছে গত কয়েকবছরে সেই উন্নয়ন জঙ্গি মোকাবিলার অন্যতম পথ।' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে আর কী বললেন সুবোধ সরকার?