Jukti Takko:'দেশের বেলায় একরকম বিচার,নিজের বাড়ির বেলায় একরকম বিচার',কোন প্রসঙ্গে বললেন বিজেপি নেতা?
ABP Ananda | 28 Nov 2025 11:14 AM (IST)
ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গের মধ্যে দুই ধরনের মানুষ থাকে, একধরনের লোক সরাসরি রাজনীতি করেন, তখন তাঁরা এক ধরনের কথা বলেন। আবার বুদ্ধিজীবী হয়ে আরেক রকমের কথা রাখেন। বোন দিপ্সীতা ১৯৫০ সালের কথা বললেন। কেন ১৯৫০ সালে আসতে হল, এ প্রশ্ন কেউ বলবে না। কেউ বলবে, ১৯৪৭ এসেছি, ১৯৭১ এ এসেছি, কিন্তু কেন আসতে হয়েছে একথা কেউ বলে না। কোন কারণে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতে হিন্দুদের বাধ্য করা হয়েছিল? সেই পরিস্থিতি নিয়ে কেউ আলোচনা করবে না। ভারতবর্ষের মধ্যে CAA পাশ করেছে, যাঁরা নিপীড়িত হয়েছেন তাঁদের দেবে না তো সবাইকে দিয়ে এটা কী ধর্মশালা নাকি? খারাপ লাগছে যখন আপনি কি নিজের বাড়িতে কউকে ঢোকাবন? দেশের বেলায় একরকম বিচার, নিজের বাড়ির বেলায় একরকম বিচার', যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে বললেন বিজেপি নেতা রীতেশ তিওয়ারি।