Juti Tokko: SIR নিয়ে কিছু ভুল বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে: স্বপন মণ্ডল
ABP Ananda LIVE: 'এই SIR নিয়ে কিছু ভুল বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে: স্বপন মণ্ডল। সেটা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলছে চাই, যত এনুমারেশন ফর্ম ডস্ট্রিবিউশন হয়েছে, তার মধ্যে যে তথ্যই ভুল থাকুক বা ঠিক, যাঁরা সই করে জমা দিচ্ছেন, তাঁদের প্রত্যেকের না কিন্তু ড্রাফটে-এ থাকবে। কেউ কেউ বলে দিচ্ছেন, ড্রাফ্ট লিস্ট থেকে ভোটারদের নাম বাদ চলে যাবে, কারও নামই ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। ২০২-এর লিস্টের সঙ্গে যাঁদের সরাসরি লিঙ্ক হয়ে যাচ্ছে, তাঁদের নাম সরাসরি ফাইনাল ভোটার লিস্টে চলে যাচ্ছে। অনেক জায়গায় এরকম হচ্ছে, তাঁর ২০০২-এ তাঁর নাম আছে, কিন্তু অনলাইনে যখন সাবমিট করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে তাঁর ম্যাপিং অন্য কোথাও হয়ে আছে। তাঁদেরকে হিয়ারিং-এ ডাকা হবে বা ডিএম, বিডিও অপিসে যে রেকর্ডস রয়েছে ও ২০০২-এর লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে...', যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে বললেন স্বপন মণ্ডল।