আমপান সতর্কতা: ছিঁড়ে যেতে পারে নৌকার নোঙর, উড়ে যেতে পারে ল্যাম্পপোস্ট, টিনের চাল, বিপদ পুরনো বাড়িতেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2020 03:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সুপার সাইক্লোন আমপান ক্রমেই এগিয়ে আসছে। আমপানের এখন অবস্থান দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে। আর ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৪৮০ কিলোমিটার। নবান্ন সূত্রে খবর, আগামীকাল বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সাগরে আছড়ে পড়তে পারে আমপান। সুপার সাইক্লোন এগোচ্ছে উত্তর ও উত্তর পূর্ব দিকে। আলিপুর আবহাওয়া দফতরের হিসেব, আগামীকাল ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।