বড়দিনকে স্বাগত জানালো কলকাতা, পার্কস্ট্রিট থেকে নিক্কো পার্ক, সর্বত্রই মানুষের ঢল
souravp@abpnews.in
Updated at:
25 Dec 2019 06:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবড়দিনে আনন্দে মাতোয়ারা রাজ্য। সর্বত্র উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা, কেকে কামড়ের সঙ্গে মহাসমারোহে চলছে ক্রিসমাস বরণ৷ সন্ধে নামতেই পার্ক স্ট্রিট, নিউ মার্কেটে জনসমুদ্র। ক্রিসমাসে শহরের অন্যতম প্রাচীন এই গীর্জাই অনেকের কাছে ফার্স্ট ডেস্টিনেশন। ভিড় বাড়ছে রেস্তোরাঁগুলিতেও।