মুর্শিদাবাদে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবার জন্য বাড়ি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের কান্দি পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌরী সিংহ রায় ও তাঁর সহকারী অস্থায়ী পুর কর্মী সুকুর শেখ সবার জন্য বাড়ি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেন।দিতে অস্বীকার করলে, বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় পরবর্তী কিস্তির টাকা। এনিয়ে কান্দির মহকুমা শাসক থেকে শুরু করে পুর ও নগরোন্নয়ন দফতরে লিখিত অভিযোগ করেছেন এক উপভোক্তা। অভিযোগকারীর দাবি, গতবছর দফায় দফায় প্রশাসনিক স্তরে নালিশ জানানোর পর, বেশ কয়েকমাস কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি। বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল কাউন্সিলরকে। তিনি ফোন ধরেননি। কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার কাউন্সিলরের সহকারীর।