Budget: কাল দুপুর দুটোয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, তার আগে আজ রাজ্যপাল-অধ্যক্ষ সাক্ষাৎ| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল দুপুর দুটোয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। উদ্বোধনী ভাষণের মাধ্যেম সূচনা করবেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। রাজভবনে ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ বিধানসভা অধ্যক্ষের।
বঙ্গ বিজেপিতে আত্মবিশ্লেষণ তরজা। দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা, লকেটকে কটাক্ষ দিলীপের। দলের বৈঠকে কেন চুপ ছিলেন? পাল্টা লকেট।
৯ ভোটে জিতে আইএএমের কলকাতা শাখার সভাপতি নির্মল মাজি। আইএমএ ভোটে অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন নব নির্বাচিত সভাপতি নির্মল মাজি।
ইউক্রেনের ভিনিৎসিয়ায় বড়সড় রুশ হামলা। ৮টি ক্রুজ মিসাইল হামলা রাশিয়ার। পুরোপুরি ধ্বংস হোভারিশোভকা এয়ারপোর্ট।
ইউক্রেনে (Ukraine) লাগাতার হামলা রাশিয়ার (Russia)। খারকিভ, কিভের পর এবার ইরপিনে হামলা রুশ সেনার। রুশ হামলায় আহত ইউক্রেনের এক সেনা। হামলায় আহত হয়েছেন এক সাংবাদিকও।