Kolkata: তৃণমূলের পতাকা ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্ধেক ডবল ডোজ সম্পন্ন। ১৯ ডিসেম্বর ভোট হোক কলকাতা-হাওড়ায়। হাইকোর্টে জানাল রাজ্য। জাতীয় কমিশনে দফায় দফায় ভোটের প্রসঙ্গে তুলে সওয়াল।
তৃণমূলের পতাকা ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এসএফআই (SFI) ও তৃণমূল ছাত্রপরিষদের স্লোগান, পাল্টা স্লোগান। এই নিয়ে ডিনকে স্মারকলিপি দেয় টিএমসিপি (TMCP)। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যান্য় সরকারি কর্মীদের মতো সমহারে বেতনের দাবি, ৩৫ জন নার্সকে বদলরি প্রতিবাদে নার্সেস ইউনিটির ডাকে মিছিল কলকাতায়। কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় রাস্তা। এই নিয়ে কলকাতা হাইকোর্টে হওয়া মামলার কাল শুনানির সম্ভাবনা।
তিলজলায় নাবালিকা পাচারের অভিযোগে ধৃতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। দুই নাবালিকাকে শ্লীলতাহানি করে অভিযুক্ত। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতের পাঁচদিনের পুলিশ হেফাজত হয়েছে।