নজরে ৯টা চটজলদি: আয়কর জমায় ভুলভ্রান্তি হলে সংশোধনে ২ বছর বাড়তি সময়। Bangla News
abp ananda
Updated at:
01 Feb 2022 10:10 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঁচরাজ্যে ভোটের আবহেই সংসদে পেপারলেস বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এবারও অপরিবর্তিত আয়কর। আয়কর জমায় ভুলভ্রান্তি হলে সংশোধনে ২ বছর বাড়তি সময়।
গরিব মধ্যবিত্ত কারও জন্য় কিছু নেই, কটাক্ষ অমিক মিত্রর। মোদি সরকারের অন্তঃসার শূন্য় বাজেট, ট্যুইট রাহুলের।
'সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি।পেগাসাস-স্পিন বাজেট', ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।