নজরে ৯ টা চটজলদি: রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত, ট্যুইটে খোঁচা ধনকড়ের। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ষশেষেও রাজ্য রাজ্যপাল (Jagdeep Dhankhar) সংঘাত অব্যাহত। আলোচনার জন্য় বসতে চেয়েও সাড়া মেলেনি। এই মুহূর্তে রাজ্য প্রশাসনের অবস্থা উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর উচিত, সংবিধান ও আইন মেনে চলা। ট্য়ুইটে আক্রমণ রাজ্যপালের।
হোয়াটসঅ্যাপ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee) নিন্দা করে পাঠাচ্ছেন মেসেজ। রাজ্যপালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সৌগতর (Saugata Roy)। এখনও প্রতিক্রিয়া মেলেনি ধনকড়ের।
দ্বিতীয়বার গোয়া সফরে অভিষেক (Abhishek Banerjee)। পুজো দিলেন রুদ্রেশ্বর মন্দিরে। 'ওখানকার লোক আগেই বুঝেছেন, তাই ভোটের আগে ভাঙন।' খোঁচা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
জেতার পরে যাওয়া যাবে না অন্য দলে, দিতে হবে মুচলেকা। এটা কলকাতা নয়, ব্যরাকপুর। ইট মারলে পাটকেল খেতে হবে, শ্যামনগরে কর্মী সম্মেলনে হুঁশিয়ারি বিজেপি সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh)। নিজেই তো তৃণমূলে ফিরতে চাইছেন, পাল্টা নৈহাটির তৃণমূল (TMC) বিধায়ক।
ফের অস্বস্তিতে বিজেপি (BJP)। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দলীয় হোয়াটস্অ্যাপ গ্রুপ (WhatsApp) ছাড়লেন বারাসতের দুই নেতা। ব্যক্তিগত কারণ বলে দাবি জেলা সভাপতির।
পুরভোটের আগে খড়গপুরে বেলাগাম মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চোর এবং দিলীপ ঘোষকে (Dilip Ghosh) পাগল বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। 'মমতার হারের কারণে উল্টোপাল্টা বলছেন। উনি ভাল কমেডিয়ান' পাল্টা দিলীপ ঘোষ।