নজরে ৯টা চটজলদি: মেমারি পুরসভায় তুঙ্গে প্রচার, প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভায় ভোট। জানিয়ে দিল কমিশন। ঘোষণা হল না ফলপ্রকাশের দিন। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।
হিরণের ক্ষোভে ‘প্রলেপ’, পুরভোটের দলীয় কমিটিতে দায়িত্ব। খড়গপুর পুরভোটের প্রচার কমিটির আহ্বায়ক করা হল হিরণকে। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
পূর্ব বর্ধমানের মেমারি পুরসভায় তুঙ্গে প্রচার। প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। বাড়ি বাড়ি প্রচার তৃণমূলের। প্রচারে পিছিয়ে বিজেপি।
রাজ্যের শতাধিক পুরসভায় ভোট ঘোষণার মধ্যেই বাম-কংগ্রেস জোট জল্পনা। বেলডাঙায় জোট বেঁধে লড়ার প্রস্তুতি দুই শিবিরের।
আর একমাসও নেই পুরভোটের। তার আগে মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গীতা বিলি করে জনসংযোগ সারল গেরুয়া শিবির। ধর্মের রাজনীতি করে বিজেপি, কটাক্ষ করেছে তৃণমূল। তারাই পুরভোটে এগিয়ে। পাল্টা বিজেপি।