নজরে ৯টা চটজলদি: ডায়মণ্ড হারবার মডেলে এবার কলকাতায় 'এবি সম্প্রীতি' কাপ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডায়মণ্ড হারবার মডেলে এবার কলকাতায় 'এবি সম্প্রীতি' কাপ। কলকাতা জুড়ে মমতার সঙ্গে অভিষেকের ছবি দিয়ে হোর্ডিং।
দলের নির্দেশ অমান্য় করে যারা নির্দল হিসাবে পুরভোটে লড়ছেন, তাদের প্রার্থী পদ থেকে সরতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে না সরলে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্ককার। দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
হুঁশিয়ারির পরই তৎপরতা। পুরুলিয়ায় ৮ বিক্ষুব্ধকে বহিষ্কার। দুবরাজপুরেও বহিষ্কৃত ৩ নির্দল প্রার্থী। লড়াই থেকে সরছেন উত্তর ২৪ পরগনার ২৮ জন প্রার্থী।
তৃণমূল নেত্রীর কড়া বার্তার পরই সুর নরম বিক্ষুব্ধদের। ভোটে লড়বেন না বলেই জানিয়েছেন উত্তর ২৪ পরগনার ২৫ টি পুরসভার কয়েকজন নির্দল প্রার্থী।
পুরভোটে নির্দল অস্বস্তি রুখতে কড়া পদক্ষেপ নিল তৃণমূল। কোচবিহারে ৪ নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার।