নজরে ৯ টা চটজলদি: IOC-র প্ল্যান্টে অগ্নিকাণ্ডে নতুন তথ্য। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIOC-র প্ল্যান্টে অগ্নিকাণ্ডে নতুন তথ্য। গ্যাসের পাইপলাইনে লিক ছিল, পুলিশ সূত্রের দাবি। শাটডাউন প্রসেসে নিয়ম মানা হয়নি। পাইপলাইনের গ্যাস খালি করে শাটডাউন প্রক্রিয়া হয়নি। পাইপলাইনে ন্যাপথার উপস্থিতি, লিক করে অগ্নিকাণ্ড। পাইপলাইনে গ্যাস নেই মনে করে ওয়েল্ডিংয়ের কাজ শুরু। শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ শুরু করতেই অগ্নিকাণ্ড। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর IOC তে শ্রমিক বিক্ষোভ। কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙুল মন্ত্রী সৌমেন মহাপাত্রর। সাহায্য়ের আশ্বাস IOC-র। তদন্তে IOC-র তদন্তকারী দল।
বিজেপির (BJP) রাজ্য কমিটিতে রদবদল। মহিলা মোর্চার সভানেত্রী পদে অগ্নিমিত্রার (Agnimitra Paul) বদলে তনুজা চক্রবর্তী। যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর(Soumitra Khan) পরিবর্তে ইন্দ্রনীল খাঁ।
রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন জগন্নাথ সরকার। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন সৌমিত্র খাঁ। সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল সায়ন্তন বসুকে (Sayantan Basu)।
কলকাতা পুরভোটের ফল নিয়ে দলকে আক্রমণ তথাগত রায়ের। ‘প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হল। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য ট্যুইট করছিলাম না। দলকে সজাগ করার জন্য করছিলাম। বাকি পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব’, ট্যুইট তথাগত রায়ের (Tathagata Roy)।