নজরে ৯ টা চটজলদি: কলকাতা পুলিশেও করোনার থাবা। Bangla News
abp ananda
Updated at:
04 Jan 2022 10:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। ভ্যাকসিনের ডবল ডোজের পরও অনেকে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা।
ডবল ডোজ ভ্যাকসিন নিয়েও তৃতীয়বার আক্রান্ত বাবুল। ডবল ডোজ নেওয়ার পরেও ফের করোনা সংক্রমিত শ্রীজাত। ১৬ মাসে তৃতীয়বার সংক্রমিত সিপিএমের কৌস্তভ চট্টোপাধ্যায়।
কলকাতা মেডিক্যালে ডিন চিকিৎসক সহ ১৬০ জন করোনা আক্রান্ত। উত্তর থেকে দক্ষিণ একের পর এক সংক্রমণে বাড়ছে উদ্বেগ।
উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার সহ ৬ জন চিকিৎসক করোনা আক্রান্ত। নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে ও মাল্টি স্পেশালিটি হাসপাতালে করোনা সংক্রমণ। করোনা সংক্রমিত ১৫ জন চিকিৎসক, ২০ জন নার্স, ১০ জন স্বাস্থ্যকর্মী।
কলকাতা পুলিশেও করোনার থাবা। যুগ্ম কমিশনার পদমর্যাদার ২ অফিসার আক্রান্ত।