নজরে ৯ টা চটজলদি: করোনা আক্রান্ত হলে, সুস্থ হওয়ার তিন মাস পর বুস্টার ডোজ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে টানা ৮দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে ৯ হাজার ১৯১জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ৩৭জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা, হাওড়া। রাজ্যে একদিনে ৮২ হাজারের বেশি করোনা পরীক্ষা। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে ১১ শতাংশ।
সংক্রমণ সামন্য কমলেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের সাড়ে ৩ লক্ষের কাছে। করোনা আক্রান্ত হলে, সুস্থ হওয়ার তিন মাস পর বুস্টার ডোজ।
করোনাকালে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে বিশেষ উদ্যোগ। বিশেষ ওয়েবিনার করার সিদ্ধান্ত স্কুল শিক্ষা বিভাগের। ‘উজ্জীবন চর্চা’ নামে বিশেষ ওয়েবিনারের আয়োজন। ওয়েবিনারে বিশেষজ্ঞরা নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা করবেন।
৫ রাজ্যের ভোটের প্রচারে ৩১ জানুয়ারি পর্যন্ত কড়াকড়ি। ৩১ জানুয়ারি পর্যন্ত রোড শো, মিছিল, বাইক র্যালিতে নিষেধাজ্ঞা। সর্বাধিক ৫ জনকে নিয়ে প্রচারে অনুমতি দিল নির্বাচন কমিশন।
গোয়ায় ভোটের প্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক। গোয়ায় ভোটের প্রচারে তৃণমূলের ৩০ তারকা। মমতা-অভিষেক ছাড়াও তালিকায় জহর সরকার। ৩০জন প্রচারকের তালিকায় যশবন্ত সিন্হা, ডেরেক। তৃণমূলের প্রচার তালিকায় লিয়েন্ডার, অ্যালভিটো, নাফিসা আলি। নির্বাচন কমিশনের কাছে প্রচারকদের তালিকা দিল তৃণমূল কংগ্রেস।