Rashid Khan: 'পদ্মশ্রী'-র পর এবার 'পদ্মভূষণ' পাচ্ছেন উস্তাদ রাশিদ খান | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'পদ্মভূষণ' পাচ্ছেন উস্তাদ রাশিদ খান (Ustad Rashid Khan)। ২০০৬ সালে পেয়েছিলেন পদ্মশ্রী। এবার পাচ্ছেন পদ্মভূষণ।
মোদি সরকারের 'পদ্মশ্রী' প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আগে থেকে না জানিয়ে পুরষ্কার ঘোষণা অসম্মানের, জানালেন মেয়ে।
রাষ্ট্রপতির কাছে থেকে পুলিশ পদক পাচ্ছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ কুমার সিংহ। কলকাতায় সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ও দুর্নীতিদমন শাখার প্রধান তিনি।
খড়দায় ‘আক্রান্ত’ তৃণমূল বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী। খড়দায় পার্কের উদ্বোধনে রাজ চক্রবর্তীর উপর হামলার অভিযোগ। টিটাগড়ের পুর প্রশাসকের উপরেও হামলার অভিযোগ।
কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের ইডির (ED) নোটিস। কয়লাকাণ্ডে দিল্লির সদর দফতরে আইনমন্ত্রীকে তলব। ২ ফেব্রুয়ারি দিল্লিতে মলয় ঘটককে (Malay Ghatak) হাজিরার নোটিস। ‘জিজ্ঞাসাবাদে পাওয়া বয়ানের সঙ্গে অন্যদের বয়ানে অসঙ্গতি’, তাই ফের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব, খবর ইডি সূত্রে।