Speed News: বিধায়কদের সাসপেনশন থেকে জয়প্রকাশ-তরজা, একনজরে দিনের সমস্ত খবর।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2022 11:43 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই বিজেপি (BJP) বিধায়ক সাসপেন্ড। চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami), সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। রাজ্যপালের ভাষণের দিন অসংসদীয় কাজকর্মের জন্য সাসপেন্ড।
বুধবার বিধানসভায় রাজ্যপালের আলোচনায় ফের বিক্ষোভ দেখায় বিরোধীপক্ষ। দুই বিজেপি সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ করেন তারা। বিক্ষোভের মধ্যেও প্রায় ৪০ মিনিট বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী।
"তৃণমূলের সঙ্গে যাদের সেটিং আছে তাদের দল থেকে চলে যাওয়াই ভাল। যারা ভেতর থেকে খবর বাইরে ভাইরাল করছে তাদের ছেড়ে যাওয়াই ভালো।" জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।