Speed News: SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর নজরে পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরলেন মন্ত্রী পরেশ অধিকারী । SSC নিয়োগ-দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রীকে পরপর ৩ দিন জিজ্ঞাসাবাদ । ‘নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে ?’ সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা, খবর সিবিআই সূত্রে। গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিগ্রাফি করা হয়: সূত্র। আগামীকাল ফের তলব করা হতে পারে পরেশ অধিকারীকে।
মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমছে পেট্রোল-ডিজেলের। পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। এক্সাইজ ডিউটি কমায় লিটারে সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের। এক্সাইজ ডিউটি কমায় লিটারে ৭টাকা দাম কমবে ডিজেলের।
পেট্রোল-ডিজেলের সঙ্গেই উজ্জ্বলা প্রকল্পের গ্যাসেও ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি। উপকৃত হবেন ৯ কোটি গ্রাহক, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি। সূত্রের খবর, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের যাবতীয় সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, -সহ পাঁচ সদস্যের নামে-বেনামে শেষ পাঁচ বছরে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথিও চাওয়া হয়েছে। খবর সিবিআই সূত্রে।
SSC-র গ্রুপ সি নিয়োগ-মামলায় নতুন এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, এফআইআরে নাম রয়েছে, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্ আচার্য ও মধ্যশিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৫ জনের। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারা ছাড়াও। জামিন অযোগ্য ৪৬৮ নম্বর ধারাতে মামলা দায়ের হয়েছে।