Speed News: কাল শ্যামনগরে অভিষেকের জনসভা। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর ভাবনা। "এসএসসি-দুর্নীতি থেকে নজর ঘোরাতেই ইস্যু তৈরি করা হচ্ছে। রাজ্যপালের ভূমিকা খর্ব করার বিষয়ে নথি এলে দেখব। সরকার এই বিষয়ে কী বলছে তাতে আমি ভাবিত নই। নিয়োগ-দুর্নীতি হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করেছে। সেই বিতর্ক থেকে নজর ঘোরাতেই এইসব চক্রান্ত করা হচ্ছে।" মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
বিচারব্যবস্থার একাংশকে নিশানা করায় রাজ্যপালের তোপে অভিষেক। "একজন সাংসদ তাঁর যাবতীয় সীমা অতিক্রম করেছেন। রাজ্যের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। যে বিচারপতি এসএসসিতে সিবিআই-নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। মুখ্যসচিবকে বলছি, গতকাল যা হয়েছে, সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হোক।" শিলিগুড়িতে বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যপালের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "রাজ্যপালের ব্যবহারে প্রকাশ পাচ্ছে তিনি স্বাধীনতা আগের বড়লাটদের মতো কাজ করার চেষ্টা করছেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় বড়লাট নেই। এছড়াও তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করার চেষ্টা করছেন।"