RG Kar Doctors Protest: বৈঠকের বার্তা দিয়ে নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের ইমেল | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: অস্বাস্থ্য়সচিব-স্বাস্থ্য় অধিকর্তা ও স্বাস্থ্য়শিক্ষা অধিকর্তার ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেন চিকিৎসকরা। এরপর খবর মেলে, এদিন সন্ধে নাগাদ জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল করা হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, যে স্বাস্থ্যসচিবের ইস্তফা তাঁদের অন্যতম দাবি, তাঁর মেল আইডি থেকেই ইমেল করা হয়েছে। পাশাপাশি ওই মেলে উল্লেখ করা হয়েছে, ১০ জন বা তার কম সংখ্যক চিকিৎসকের প্রতিনিধি দল নবান্নে যেতে পারেন। এপ্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, "যদি আমরা চাই তাহলে নাকি ছোট প্রতিনিধি দল সরকারের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে কথা বলতে নবান্নে যেতে পারি। তবে দশের বেশি নয়। আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করে বলতে চাই। আমরা গতকাল থেকে বলছি, রাজ্য সরকার আমাদের ৫ দফা দাবি সদর্থক বার্তা দিক। কিন্তু স্বাস্থ্য সচিবের থেকে যে মেল এল, সেটাকে কোনও সদর্থক বার্তা হিসেবে দেখছি না। এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম, পুলিশ কমিশনারকে তাঁর পদত্যাগের দাবিতে ডেপুটেশন তাঁর হাতেই দিয়েছিলাম। তিনি বলেছিলেন আমার উচ্চপদস্থ কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে পদত্যাগ নেবে। গতকাল মুখ্যমন্ত্রী বললেন উনি পদত্যাগ নিতে চাননি। কেন না ভিড় সামলাতে সমস্যা হবে। আমরা আলোচনার পথ সবসময় খোলা রাখতে চাই। কিন্তু যে ভাষায় মেল এল, এটা অত্যান্ত অপমানজক। ঠিক যেভাবে বলা ছোট প্রতিনিধি দল, সেটাও অত্যন্ত অসম্মানজনক বলে মনে করছি। যেভাবে এই মেলটি এসেছে এরপর এই মেলে সাড়া দেওয়ার কোনও জায়গায় আমরা নেই। একথাও মনে করিয়ে দিতে চাই, এরপরও রাজ্য সরকার কোনও সদর্থক বার্তা জানান সেক্ষেত্রে কোথাও যাব কিনা ভেবে দেখতে পারি।''