Budge Budge Murder : গলার নলি কেটে, কুপিয়ে বজবজে জোড়া খুন
ABP Ananda
Updated at:
12 Aug 2023 09:44 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগলার নলি কেটে, কুপিয়ে বজবজে জোড়া খুন। খুনের নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতা, অভিযোগ পরিবারের। নিহত মহাদেব পুরকায়স্থ ও তাঁর সঙ্গী গণেশ নস্কর। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, একসময় মহাদেবের সঙ্গে জমির দালালি করতেন বজবজ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য। পরে দালালি ছেড়ে মাছ-মাংস বিক্রি শুরু করেন মহাদেব। অভিযোগ, তৃণমূল নেতার সঙ্গে মহাদেবের কোনও ব্যবসায়িক বিবাদ ছিল। তার জেরে তৃণমূল নেতা প্রায়ই হুমকি দিতেন। ২ দিন আগেও তিনি মহাদেবের বাড়িতে যান। এরপর গতকাল রাতে জোড়া খুন। এই ঘটনায় তৃণমূল নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বজবজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ৫ জন আটক হলেও, মূল অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক।