Mamata Banerjee : মমতার ‘হাঙড়’ মন্তব্যে প্রতিক্রিয়া নৌশাদের, বললেন, ‘ভাঙড়বাসীর অপমান মেনে নেব না’
ABP Ananda | 25 Jul 2023 09:47 AM (IST)
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'হাঙড়' আক্রমণের (Mamata Banerjee) পাল্টা জবাব ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। পঞ্চায়েত নির্বাচনে 'হাঙড়' গন্ডগোল পাকিয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন মমতা। তাহলে কি ভাঙড়বাসী 'হাঙড়'! পাল্টা মন্তব্য ছুড়ে দিলেন নৌশাদ। ভাঙড়বাসীর অপমান তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না বলেও জানান তিনি।