শারদ আনন্দ ২০২০: ৭০ তম বর্ষে ৬৬ পল্লী পুজোর ভাবনায় অপরাজিতর অপু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2020 01:57 PM (IST)
৬৬ পল্লীর পুজোর এবার ৭০ তম বর্ষ। ৭০ তম বর্ষে তাঁদের ভাবনা হল অপরাজিতর অপু।
রাস্তা দিয়ে গাড়িতে যেতে যেতেই প্রতিমা দেখার বন্দোবস্ত ৬৬ পল্লির পুজোয়। সত্যজিত রায়ের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ।
রাস্তা দিয়ে গাড়িতে যেতে যেতেই প্রতিমা দেখার বন্দোবস্ত ৬৬ পল্লির পুজোয়। সত্যজিত রায়ের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ।