শারদ আনন্দ ২০২০: চারপাশে বিসর্জনের সুর, চেতলা অগ্রণীতে শুরু মাকে বরণের পালা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 10:52 AM (IST)
আজ বিজয়া দশমী। আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়েই এবার মায়ের কৈলাসে পাড়ি দেওয়ার পালা। সকাল থেকেই শুরু বিজয়ার প্রস্তুতি। চেতলা অগ্রণীতে শুরু হয়েছে মায়ের বরণ। দেখুন এবিপি আনন্দের সঙ্গে।