শারদ আনন্দ ২০২০: বাবুঘাট-বাজে কদমতলা ঘাটে শুরু বিসর্জন, নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 12:33 PM (IST)
কড়া নিরাপত্তায় গঙ্গায় প্রতিমা বিসর্জন। বাবুঘাট, বাজে কদমতলা ঘাটে শুরু বিসর্জন প্রক্রিয়া। প্রতিমার সঙ্গে মাত্র দুজনকে আসতে দেওয়া হচ্ছে। সুরক্ষা বিধি মেনে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। তার আগে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। বাবুঘাটে ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার তরফে। পুলিশ সূত্র অনুযায়ী, আজ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে প্রতিমা নিরঞ্জন। ২ টি ওয়াচ টাওয়ার থেকে নজর রাখা হবে। প্রতিমার জন্য গাড়ির সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ডিজে বা মাইক বাজানোর ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বানানো হয়েছে ৮ টি করিডর। ২৪ টি ঘাটে আজ মোট ১৮০০ টি প্রতিমা নিরঞ্জন হবে বলে জানানো হচ্ছে পুলিশের তরফে।