শারদ আনন্দ ২০২০: দুর্গাপুর মার্কনি ক্লাবে মাকে শেষ বিদায় জানাতে হাজির স্থানীয়রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 10:54 AM (IST)
কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ইতিমধ্যেই শুরু হয়েছে মাকে বিদায় দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপুর মার্কনি ক্লাবে শুরু হয়েছে পুজো। বেলা বাড়তে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষরা। শুরু হবে সিঁদুর দানের পর্ব, ঘট বিসর্জন। দশমীর অঞ্জলি শেষ হলেই শুরু হবে বাকি আচার।