শারদ আনন্দ ২০২০: নবমীর সন্ধ্যায় ঢাকের তালে আর ধুনুচি নাচে সুরুচি সঙ্ঘে অন্য আমেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2020 08:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নবমীর সকালে বিশেষ পুজো, হোম-আহুতির পর চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে ঠাকুর দেখা। তবে মাথায় অবশ্যই রাখতে হয়েছে করোনা বিধি।আর কয়েক ঘণ্টা রাত পোহালেই দশমী। অর্থাৎ মায়ের বিদায় বেলা। তার মধ্যেই ঢাক আর ধুনুচি নাচে সুরুচিতে অন্য পুজোর আমেজ।