শারদ আনন্দ ২০২০: দশমীতেও দর্শনার্থী চেতলা অগ্রণীতে, প্রতিমা নিরঞ্জন চলছে বাবুঘাটে, ছবি তুলে ধরল এবিপি আনন্দ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Oct 2020 11:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ দশমী। মায়ের কৈলাসে ফেরার পালা । বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব । মন খারাপ বাঙালির । তবে বেশ কিছু প্য়ান্ডেলে এখনও কয়েক দিন প্রতিমা থাকবে । চেতলা অগ্রণীতে এখনও রয়েছে দর্শনার্থীদের আনাগোনা । এখানকার মণ্ডপ তৈরি হয়েছে সম্পূর্ণ বাঁশ দিয়েছে । তবে প্রতিবারের তুলনায় এবারের ভিড় কম ।