শারদ আনন্দ ২০২০: একটুকরো গ্রামবাংলা উঠে আসছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের মণ্ডপে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2020 06:21 PM (IST)
একটুকরো গ্রামবাংলা উঠে আসছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের মণ্ডপে। ঝুড়ি আর বাখারির ব্যবহারে সেজে উঠছে মণ্ডপ। নিজেদের ভাবনায় মণ্ডপে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে চাইছেন উদ্যোক্তারা।