শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান | আগেভাগেই করোনা সচেতনতায় জোর দিয়ে এবিপি আনন্দের স্বীকৃতি সন্তোষ মিত্র স্কোয়ারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2020 12:45 PM (IST)
মধ্য কলকাতার অন্যতম সেরা পুজো। করোনা আবহে হাইকোর্টের নির্দেশের আগেই এই পুজোর উদ্যোক্তারাই প্রথম মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেন। মণ্ডপ তৈরি হয়েছে বদ্রীনাথের মন্দিরের আদলে। এবছর এবিপি আনন্দের সচেতনতায় সেরার শিরোপা পাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার।