শারদ আনন্দ ২০২০: ফল ও গাছের ফেলে দেওয়া অংশ দিয়ে সেজে উঠেছে রামচন্দ্রপুর তরুণ সংঘের পুজো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2020 01:42 PM (IST)
আজ ষষ্ঠী। একে করোনা আবহ, তার ওপর আকাশের মুখ ভার। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। ষষ্ঠীর সকালের সেই চেনা ভিড় নেই সোনারপুরের রামচন্দ্রপুর তরুণ সংঘে। এবার ৪১ বছরে পা দিল এই পুজো। ফল ও গাছের নানা অংশ দিয়েই সেজে উঠেছে মণ্ডপ ও প্রতিমা ।