শারদ আনন্দ ২০২০: হল না সিঁদুর খেলা, করোনা বিধি মেনেই দেবীবরণ একডালিয়া এভারগ্রিনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 05:04 PM (IST)
করোনা বিধি মেনে একডালিয়া এভারগ্রিনে ঘরের মেয়ে উমাকে বরণ করলেন পাড়ার মহিলারা। নিজেদের মধ্যে সিঁদুর খেলায় না মাতলেও রীতি মেনে হয় দেবীবরণ। আদলতের নির্দেশে মেনে এই সিদ্ধান্ত, বলে জানিয়েছেন মূল উদ্যোক্তা তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।