fake passport : পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা গ্রেফতার। ট্রাভেল এজেন্সির আড়ালে পাসপোর্ট জালিয়াতি!
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Aanda LIVE : পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত গ্রেফতার। বেহালার সখেরবাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এটি সপ্তম গ্রেফতার। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। আজই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। তার আগে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। কতজনের জাল পাসপোর্ট তৈরি করেছেন মনোজ, কত পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে, এই পাসপোর্ট জালিয়াতির জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত- তা জানারই চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী গোয়েন্দারা।
মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ। মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট-কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন।