Buddhadeb Bhattacharjee : এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
ABP Ananda
Updated at:
30 Jul 2023 09:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। রাইলস টিউবের সাহায্যে খাওয়ানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কাল সকালে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন চিকিৎসকরা। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি, দাবি সূর্যকান্ত মিশ্রর ।