SUCI Brigade : SUCI-র ব্রিগেড সমাবেশ থেকে সিপিএমকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করলেন প্রভাস ঘোষ
ABP Ananda | 05 Aug 2023 10:00 PM (IST)
৩৫ বছর পর এসইউসিআই-এর ব্রিগেড সমাবেশ হল শনিবার। সমাবেশে মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। তিনি তাঁর বক্তব্যে আগাগোড়া সিপিএমকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করলেন। ব্রিগেডে রাশি রাশি মাথাকে সামনে দেখে তিনি বললেন, 'আমাদের শক্তির মাত্র একটা অংশই আসতে পেরেছে ব্রিগেডে'