RG Kar Protest: আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা। ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় সিজিও কমপ্লেক্স চত্বরে কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। শিয়ালদা কোর্টে ফের জুতো দেখানো হল সন্দীপ ঘোষকে। 'এই রাজ্যের জনগণ হিসেবে লজ্জা হয়। আমরা পুলিশ কমিশনারের চোখে চোখ রেখে তার পদত্যাগ দাবি করেছি। কিন্তু দুঃখের বিষয় সে ব্যাপারে এখনও কোনকিছু কেন হয়নি?' প্রশ্ন তুললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ? বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে জনগর্জন। সল্টলেকে নার্সদের মিছিল। যাদবপুরে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। ধর্মতলা-ওয়েলিংটনে পথে প্রতিবাদে প্রাক্তন পড়ুয়ারা। আর জি কর-কাণ্ডে জালে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ৩ দিনের হেফাজত চাইল সিবিআই। ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট, সরকারি কর্মী হয়ে আইন ভঙ্গের ধারায় মামলা। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। দেখানো হল জুতো।