Political Tussle: ধর্নামঞ্চে অভিষেকের অনুপস্থিতি-জল্পনা | তৃণমূল সম্পর্কে কড়া অবস্থান নিচ্ছে কংগ্রেস? | ABP Ananda LIVE
ABP Ananda | 04 Feb 2024 10:25 PM (IST)
'আজকে যা ভাল লাগে হয়তো আবার বদলে যেতেও পারে কাল', গৌরীপ্রসন্ন মজুমদারের বিখ্যাত সেই গান। বঙ্গ রাজনীতি তোলপাড় আজ আর কালের এই বদল নিয়েই। সে জোটই বলুন বা তৃণমূলের ধর্নামঞ্চে অভিষেকের অনুপস্থিতি-জল্পনা। মমতার একতরফা ৪২ আসনে লড়াইয়ের ঘোষণা ঠিক নয়। রাহুলের ন্যায় যাত্রা বাংলা ছাড়তেই সুর চড়ালেন জয়রাম রমেশ। আর কতদিন অপেক্ষা করব, পাল্টা তৃণমূল।তৃণমূলের ধর্নামঞ্চে নেই অভিষেক, অভিমান? উঠছে প্রশ্ন।