Swargaram: অনশন তুলে নবান্নে বৈঠক-প্রস্তাবে 'না' আন্দোনলকারীদের | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: জুনিয়র চিকিৎসকরা বৈঠক শেষে তাঁরা জানিয়েছেন, 'কাল সদর্থক বৈঠকের আশা অনশনকারীদের। দাবি মানা না হলে অনশন প্রত্যাহার নয়। অনশন চলাকালীনই নবান্নে যাব'।
সোমবার কি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন? সাংবাদিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকরা বলেন, 'এতদিন ধরে অনশনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনে আহত অনশনকারীরা। অনশনের এতদিন পরেও মুখ্যমন্ত্রী জানতে চান ১০ দফা দাবি নিয়ে। মুখ্যমন্ত্রী হয়ত ১০ দফা জানেন না, অথবা ১০ দফা দাবি তাঁকে জানানো হচ্ছে না। আমরা কি চাইছি, আজ ইমেল পাঠানো হবে। আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। কাল আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল যাবে, সঠিক সময়েই যাব'।
আরও খবর..
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এবার মাওবাদীর সঙ্গে তুলনা দেবাংশুর। 'চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসাবে গ্রহণ করে। তাদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাত দেখি না। মাওবাদীরাও বলে, আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য। এরাও বলছে, মঙ্গলবার থেকে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে মানুষ মারা শুরু করব'। আক্রমণে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যর।