Swargaram News: বেঙ্গল চেম্বার অফ কমার্সে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক CEO-র
ABP Ananda LIVE: স্বার্থ সিদ্ধি নাকি স্বার্থ সুরক্ষা? আসল উদ্দেশ্য কোনটা? বিএলওদের সমস্যা সমাধানের দাবির আড়ালে তৃণমূলের এসআইআর বিরোধীতাকে কার্যকরী করতে নেমেছে বিএলও অধিকার রক্ষা কমিটি, এমনটাই অভিয়োগ বিরোধীদের। তখন এসআইআরকে ত্রুটি মুক্ত করতে পরপর বৈঠকে স্পেশাল রোল অবজার্ভার।
বৈঠক কিন্তু পরপর রাজ্য়ের দুই প্রধান রাজনৈতিক দলও করছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বর কাঁটা কিছুতেও উপড়ে ফেলা যাচ্ছে না। এদিনও তার ব্যতিক্রম হল না। গোটা দেশে রাজভবন এখন লোকভবন।বাংলা থেকে শুরু।যা নিয়ে থেমে নেই রাজনৈতিক বিতর্ক
আরও খবর...
BLO এবং ERO-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের। কমিশন ও বিজেপিকে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। BLO এবং ERO-দের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা নিয়ে ২৪ জুলাইয়ে বিজ্ঞপ্তি পোস্ট। 'BLO-দের ভাতা বাড়িয়ে ১৮ হাজার টাকা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনের নির্দেশের পর অদ্ভুতভাবে সেই টাকা আটকে রেখেছে রাজ্য সরকার। অবিলম্বে BLO এবং ERO-দের বর্ধিত ভাতার টাকা মঞ্জুর করুক রাজ্য', তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা, দাবি জাতীয় নির্বাচন কমিশনের
এবার জনশুনানিতেও জাতীয় মহিলা কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত? রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অর্চনা মজুমদারের. জায়গা না দেওয়ার অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনার। নিজেদের উদ্যোগেই জায়গার ব্যবস্থা করে ১ ডিসেম্বর শুনানি। EZCC-তে ১ ডিসেম্বর জাতীয় মহিলা কমিশনের জনশুনানি । রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠানো হয়েছে, দাবি অর্চনার। চিঠির পরও জনশুনানির জায়গার বন্দোবস্ত করা হয়নি, অভিযোগ অর্চনার ।