Swargaram Plus: আর কয়েক ঘণ্টা পর নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের, তার আগেই দিলেন বড় চমক!
ABP Ananda LIVE : সেই গানের লাইনটা মনে পড়ে যাচ্ছে। আমি দু-দিকেতেই রই। বাংলাদেশের নাগরিক হয়েও এ দেশেতে ভোট দিয়ে যাচ্ছেন শুধু নয়, সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে। একদিকে একাধিক অসঙ্গতির অভিযোগ আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতির পরও মতুয়াদের মনে প্রশ্ন , আমরা কি ২০২৬ এর নির্বাচনে ভোট দিতে পারব না?
আর মাত্র কয়েক ঘণ্টা। নতুন দল ঘোষণার আগে চমক হুমায়ুন কবীরের। কী ইঙ্গিত দিলেন? দেখুন, সঙ্গে প্রশ্ন থাকবে বাংলাদেশের এই নৈরাজ্য, চূড়ান্ত ভারত বিরোধিতার নেপথ্যে কাদের মদত, কাদের প্রশ্রয়? আলোচনা করব তা নিয়েও। এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছে ১৬ ডিসেম্বর। তারপরও বাংলাদেশির নাম রয়ে গিয়েছে। বাংলাদেশি দিদি-জামাইবাবুর নামে এনামুরেশন ফর্ম ফিলআপ। হাবড়ায় SIR-এর খসড়া তালিকায় নাম ওপারের ২ নাগরিকের। ১১৩ নম্বর বুথের BLO-কে শোকজ।