Swargaram Plus LIVE: 'SSKM-এ এত সিসি ক্যামেরা,কোথায় মনিটরিং?',হাসপাতালে নিগ্রহ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Swargaram Plus LIVE : শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন! SSKM কাণ্ডে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনা নিয়ে যখন তোলপাড়, এই নিয়েই এবার বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। পরপর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অপরাধের ঘটনা নিয়ে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হয়ে শনিবার। বৈঠক চলাকালীন ফোনে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের এই বৈঠকে হাজির জেলা শাসক ও পুলিশ সুপাররাও। এদিন নবান্নের বৈঠকে একাধিক প্রশ্ন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'SSKM-এ এত সিসি ক্যামেরা, কোথায় মনিটরিং? মনিটরিং হলে পুরুষ শৌচাগারে কী করে নিয়ে যাওয়া হল নাবালিকাকে? নিরাপত্তারক্ষী নিয়োগের আগে নজর দিক সংস্থাগুলি', বৈঠকে পরামর্শ মুখ্যমন্ত্রীর।