Swargaram Plus LIVE: এবার এসআইআর-এর চাপে ব্রেন স্ট্রোকে BLO-র মৃত্যুর অভিযোগ
Swargaram Plus LIVE : এবার এসআইআর-এর চাপে BLO-র মৃত্যুর অভিযোগ। এসআইআর-এর চাপে ব্রেন স্ট্রোকে বিএলও-র মৃত্যুর অভিযোগ পরিবারের। কালনা হাসপাতালে মৃত্যু BLO-র দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা-র। মেমারি ২ নম্বর ব্লকের চক বলরামপুর গ্রামের ২৭৮ নম্বর বুথের BLO ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা। বুথে ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন নমিতা, দাবি পরিবারের। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু, অভিযোগ পরিবারের। SIR-র ফর্ম বিলি নিয়ে চাপে ছিলেন স্ত্রী, চাপ দেওয়া হচ্ছিল বিডিও অফিস থেকে, দাবি নমিতা হাঁসদার স্বামীর। ডিপ্রেশনে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু, অভিযোগ পরিবারের। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে, জানালেন জেলাশাসক।
Tata in West Bengal: জিতলে TATA-কে ফিরিয়ে আনবে বিজেপি, প্রতিশ্রুতি শুভেন্দুর, স্মরণ করালেন রতন টাটার ‘গুড M, ব্যাড M’ মন্তব্য
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। SIR নিয়ে মিথ্য়াচারের অভিযোগ তুলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে হারাতে মানুষকে একজোট হতে আহ্বান জানান তিনি। (Suvendu Adhikari)