Swargorom: নির্বাচনে অন্তর্ঘাত সফল করতে দেব না, বাংলা লড়াই চালিয়ে যাবে, বার্তা অভিষেকের

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda live: কোর কমিটির জেলায় জেলায় কোর কমিটি স্থগিত, এবার নতুন কমিটি। 'মহারাষ্ট্রে ৩৯ লক্ষ ভুয়ো ভোটার ছিল, ৭৮টির মধ্যে ৬৫টি জিতেছে বিজেপি'। 'এই ভুল করা চলবে না, সতর্ক থাকতে হবে'। 'মহারাষ্ট্রে এই ভুল করেছে কংগ্রেস-এনসিপি শিবসেনা'। 'এখানেও বিজেপি একইভাবে ভুয়ো ভোটার ঢোকাতে চায়'। 'আমরা আগে থেকে এসব ধরে ফেলেছি, বাংলা সবার থেকে আলাদা'। ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল বৈঠকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
'আমার কাছে দল আগে নয়, শুভেন্দুর গাড়ি রেজিনগর ক্রস করতে দেব না'. হুঙ্কার হুমায়ুনের
আজ যে ভার্চুয়াল বৈঠক করেন সেখানে তথ্য দিয়ে সবিস্তারে বিভিন্ন জেলার কোন কোন বুথে দল ৫০-এর বেশি ভোটে হারছে, এমন তালিকা পেশ করেন। সেখানে অভিষেকের তথ্য বলছে, মালদায় তৃণমূলের ধারাবাহিকভাবে খুব শোচনীয় ফল হচ্ছে। তিনি অভিযোগ করেন, নেতারা নিজেদের মধ্যে ঝগড়া করায় এই ফল হয়েছে। এমনকী পূর্ব মেদিনীপুর নিয়েও তিনি অভিযোগ করেছেন। আলিপুরদুয়ার থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা থেকে পশ্চিম মেদিনীপুর একাধিক জেলার বিভিন্ন বুথকে চিহ্নিত করে তিনি দেখান, প্রায় ৮০ হাজার ৪৯৯টি যে বুথ আছে, তার মধ্যে ১৫-২০ হাজার বুথে তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে ৫০-এর বেশি ভোটে হারছে। এই পরিস্থিতিতে অভিষেক প্রশ্ন তোলেন, লক্ষ্মীর ভাণ্ডার, আবাসের টাকা দিচ্ছে রাজ্য, এত প্রকল্প সত্ত্বেও কেন হারছে দল ? কেন বোঝানো যাচ্ছে না ? দল কী করছে ? কর্মীরা কী করছেন ? শুধু কি মন্ত্রী হলেই হবে ? দল না থাকলে মন্ত্রী কী ? কিছু কিছু নেতার আচরণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁরা দলের ক্ষতি করছেন বলে তিনি মনে করেন। একাধিক তথ্য তুলে ধরে অভিষেক একটি সিদ্ধান্ত স্পষ্ট করে দেন, যেসব বুথে দল ধারাবাহিকভাবে ৫০-এর বেশি ভোটে হারছে, সেখানে অবিলম্ব বুথ ও অঞ্চল সভাপতি বদলের জন্য জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন, আগামীদিনে ব্লক ও জেলা সভাপতি বদল করা হবে। সেই বদল হবে পারফরম্যান্সের ভিত্তিতে।