Sworgorom: রাজ্য জুড়ে আন্দোলনের মধ্যেই স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জল্পনা | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: রাজ্য জুড়ে আন্দোলনের মধ্যেই স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জল্পনা। হাসপাতালের RMO, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের তালিকা তলব। আধার, প্যান কার্জ, রেজিস্ট্রেশন, ফোব নম্বর চেয়ে স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের কাছে উচ্চশিক্ষা সংক্তান্ত নথিও চাইল স্বাস্থ্য দফতর। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে জুনিয়র ডাক্তার সমক্তান্ত তথ্য তলব।
তৃণমূলে ফের দেব বনাম কুণাল ঘোষ।এবার ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে সংঘাত। '৬ মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব'। 'ফলকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম'। 'মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়'। 'সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ড করা যায়'। 'শুধু রিলের নয়, রিয়েল হিরো'। দেবকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। আর জি কর কাণ্ডের আবহে পাল্টা কুণাল ঘোষকে পরামর্শ দিয়েছেন দেব। 'দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম'। 'দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন'। 'এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি'। 'যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারেন'। 'এর ফলে মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, উপকৃত হবে সাধারণ মানুষ'। 'আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে মন্তব্য না করাই ভাল'। কুণাল ঘোষকে জবাব ঘাটালের তৃণমূল সাংসদ দেবের।