Road Accident : বেহালায় শিশুমৃত্যুতে ২জন গ্রেফতার, ভাঙচুর-তাণ্ডবে গ্রেফতার ২৫
ABP Ananda
Updated at:
05 Aug 2023 10:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেহালায় (Behala) শিশুমৃত্যুতে ২জন গ্রেফতার, ভাঙচুর-তাণ্ডবে গ্রেফতার ২৫। এলাকায় ভাঙচুর তাণ্ডবে বেহালা-ঠাকুরপুকুর থানার (Thakurpukur Police Station) হাতে গ্রেফতার ২৫। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। দ্বিতীয় শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরে হুঁশ ফিরল পুলিশের। ডায়মন্ড হারবার রোডে (Diamond Harbour Road) জায়গায় জায়গায় ব্যারিকেড, ৫টি মুভেবল ড্রপগেট। বেহালা চৌরাস্তায় গতকালের পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, জনরোষ ও পুলিশি নিগ্রহের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাণ্ডবের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।