বাড়ল বাস-ট্যাক্সি-লঞ্চের ভাড়া, নবান্নে ঘোষণা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2018 04:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বাড়ল বাস-ট্যাক্সি-লঞ্চের ভাড়া। প্রতি স্তরে বাসভাড়া বাড়ছে ১ টাকা করে। বাড়বে ট্যাক্সির ভাড়াও, জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে বাসমালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকের পর ঘোষণা। ২০১৪-র পর ফের বাসভাড়া বাড়ল ২০১৮-তে। বাড়ছে জলপথ পরিবহণের খরচও। ‘ডিজেলের দাম কমলে, কমবে ভাড়াও। কীভাবে কমবে দাম, খতিয়ে দেখতে কমিটি’, বললেন পরিবহণমন্ত্রী। কালকের বাস ধর্মঘট নিয়ে ধোঁয়াশা রাখল মালিক সংগঠন। বাসে উঠলেই এখন দিতে হবে ন্যূনতম ৭ টাকা। মিনিবাসে উঠলেই এখন দিতে হবে ৮ টাকা।