সাংগ্রিলা হোটেলে বিস্ফোরণ ঘটানো আরও এক জঙ্গি ক্যামেরাবন্দি
souravp@abpnews.in | 25 Apr 2019 11:24 AM (IST)
সাংগ্রিলা হোটেলে বিস্ফোরণ ঘটানো আরও এক জঙ্গি ক্যামেরাবন্দি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ওই সন্দেহভাজন জঙ্গির ছবি। কলম্বো পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, রবিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পিছনে ৯ জন আত্মঘাতী জঙ্গি ছিল। তারমধ্যে একজন মহিলা। জঙ্গিরা ইসলামিক স্টেটের সদস্য বলে জানা গেছে। ইস্টারের দিন জঙ্গি হামলায় ইতিমধ্যেই ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বুধবার দেশে ফিরল বিস্ফোরণে নিহত হায়দরাবাদের ব্যবসায়ী ভি তুলসী রামের দেহ। ব্যবসা সংক্রান্ত কাজে দ্বীপ রাষ্ট্রে গিয়েছিলেন তুলসী রাম।